ডীপ স্কাই

কলকাতা থেকে রাতের আকাশে প্রায় কিছুই দেখা যায়না। শহরের ধুলোবালি, জলীয় বাস্প আর আলোয় নষ্ট হয়ে গেছে তার স্বচ্ছতা।  আকাশ যত বেশি স্বচ্ছ হবে, তত বেশি দৃষ্টিগোচর হতে পারে সুদূর মহাকাশের  নক্ষত্র ও নীহারিকারা, যাদের বলা হয় DSO, অর্থাৎ  (Deep Sky Objects).

মহাকাশ-বিজ্ঞানী চার্লস মেসিয়ার এই রকম ১১০টা DSO-র লিস্ট বানিয়েছিলেন, যাদের  এইভাবে পরিচয় দেওয়া হয়। যেমন অ্যান্ড্রোমিডা নীহারিকা-কে বলা হয় Messier-31 (M 31).

নক্ষত্রের ঔজ্জ্বল্যকে মাপা হয় তার ম্যাগ্নিচিউড (Mag) দিয়ে। যে নক্ষত্র যত উজ্জ্বল, তার  ম্যাগ-নম্বর তত কম। পূর্ণিমা চাঁদের (Mag = -12) চেয়ে অনেক কম উজ্জ্বল হোল অরিওন (Messier 42) নীহারিকার  উজ্জ্বলতা (Mag = +4).

আর আকাশের স্বচ্ছতাকে মাপা হয় তার বর্টল (Bortle)  নম্বর দিয়ে। কৃষ্ণপক্ষের রাতে কলকাতা শহরতলির মাঘ মাসের  আকাশকে  বর্টল ৮, ব্যাঙ্গালরের শহরতলি  বর্টল ৫, আর হিমালয়ান  স্নো- লাইনে রাতে বর্টল ১ । আকাশ খুব স্বচ্ছ হলে, আমরা খালি চোখে ম্যাগ ৬ অব্দি তারাদের দেখতে পাই।

নীচের (কপি রাইটেড) ছবিটা তুলেছেন  Jeremy Stanley; পেয়েছি Bangalore Astronomical Society  বন্ধুদের সৌজন্যে।  ছবিতে  দু রকমের আকাশ (স্বচ্ছ আর অস্বচ্ছ) দেখান হয়েছে। 

প্রায় এই রকম আকাশ আমি দেখে ছিলাম উত্তরাখণ্ডে, বিনসর ফরেস্ট বাংলো থেকে নভেম্বরে; সেদিন অনেক উল্কাপাতও দেখেছি। সেটা ছিল Orionid Meteor shower (coming from the direction of the Orion nebula).

Photo: Early morning at the observation deck at the KMVNL Tourist lodge, Binsar, Nov’09. It is an ideal place for sky watching, but can get very cold at night !

জামশেদপুরে আমার একটা টেলিস্কোপ ছিল। কোলকাতায় আসার আগে সেটা ভেঙ্গে গেছে। আবার একটা কিনতে ইচ্ছে হয়। কিন্তু কলকাতা শহরের আকাশ কি দূষণ মুক্ত হবে কোনোদিন ? 

রবীন্দ্রনাথ তাঁর কবিতায় গানে লিখেছিলেন  গ্রহ তারা রবি আর সুদূর নীহারিকার কথা। ভ্যান গখ এঁকেছেন স্টারি নাইটস-এর ছবি। এডভেঞ্চার-প্রিয় বাঙালী আজও শুধু শাল জঙ্গল আর ঝাউ বনে। মহাকাশে তার আজও  কোনও উৎসাহ নেই।  

নীচের ছবিতে বিজ্ঞানী স্টিফেন হকিং  সুপারসনিক প্লেনে হাই-অল্টিচিউডে ( 26 April 2007) মাধ্যাকর্ষণ-শূন্য ব্যবস্থায়  মহাকাশের ভারহীনতা অনুভব করছেন ! ( NASA-র সৌজন্যে) .



---------------------------------------------------------------------------------------------------------

6th June 2012 / Kolkata

ToVআজ সকালে 'ট্রানজিট অফ ভেনাস' দেখলাম, -সকাল সাড়ে নটায়, চার তলার ছাদে। বাইনকুলারের রিস্কে না গিয়ে, এক্স্রে প্লেট আর ইউভি গগলস দিয়ে খালি চোখেই দেখা গেল। ভেনাস তখন সোলার ডিস্কের এক প্রান্তে, 'ইলেভেনও ক্লক' পজিশানে।
----------------------------------------------

16th June 2012 / Kolkata

NEA  2012 LZ1
 
Our planet Earth is having a strange new visitor in the deep sky for last few days. It came closest to us yesterday. It is a 'near earth asteroid' (NEA) called 2012 LZ1. It is a massive 1600ft object that wheezed past at 17 Kms per second at a short distance of one tenth between us & Venus. I have seen its simulated orbit, and also a live webcast that is being shown now by many space cameras on the net. Many years ago, one such NEA came too close to us and that made the end of the dinosaurs. :-)
----------------------------------------------------------------------------------------------------
13th November 2012 / Kolkata
This is the week for the annual Leonid  meteor shower 2012  !!The young crescent moon will set soon after sunset, leaving dark skies for this year’s November 2012 Leonid meteor shower. Remember, this meteor shower is for night owls and early birds. As a rule of thumb, the Leonids intensify after midnight, and the greatest numbers fall just before dawn. All this weekend should be good for watching this annual shower.The Leonid shower has produced some of history’s most impressive displays of meteors. For instance, observers in the southwest United States reported seeing 40 to 50 meteors per second (that’s 2,400 to 3,000 meteors per minute!) during a span of 15 minutes on the morning of November 17, 1966.

The once great Leonids had seemingly become just a minor stream. Even worse, Comet Tempel-Tuttle, the source of the meteor debris, failed to be seen both in 1899 and 1932 and was presumed to be lost. The debris is now thinly distributed along the orbit of the fleeting comet. When our earth crosses that orbit we get the meteor shower.

Modest though this year’s shower may be, you may expect to see a decent sprinkling of Leonids in the predawn sky during the next several days. The peak night will probably be from late evening Friday, November 16 until dawn Saturday, November 17. With no moon to ruin the show, you may see as many as 10 to 15 meteors per hour! - < source: earthsky.org >

16 Nov. 2012 :


Click on this link:  http://youtu.be/nVBsfVH2nMQ

Here you can see the shooting stars of the ‘Leonid meteor shower’ in the eastern sky as on 15th Nov.2012 at around mid night at Kolkata. -But this is not the actual sky photo.

This is from a real time simulation of the night sky that is running on my laptop. Constellation 'Leo' is just above the horizon at the bottom of the screen. -I had to wait till midnight to shoot this video from the laptop onto my Nikon DSLR 3100.

You may like this 36 secs. simulation only if your unable to wake up at midnight (16-17 Nov.'12) and go to the roof top to see the actual show in the sky.


 

1 comment:

  1. your deep sky photoes suddenly made me think when was the last time did i look up the sky.

    The rhyme familiar to millions of children across the globe actually represents this
    Twinkl twinkle little star how i wonder what you are up above the sky so high like a wonder in the sky

    ReplyDelete