প্রচ্ছদনামা


আশির দশকে কৌরবে প্রচ্ছদ নিয়ে অনেক কাজ করেছিলাম। আমাদের কাগজ এবং প্রকাশনীর বইয়ের প্রচ্ছদগুলো অনেকবারই আলোচনার বিষয় হয়ে উঠেছিলো ।

কয়েকবার জামশেদপুরের  'কালিমাটি' পত্রিকার প্রচ্ছদও আমি করি।

প্রথমে আমরা নিজেরাই কৌরবের প্রচ্ছদ এঁকেছি। ক্রমে ঐ স্পেসটাতে যোগ দিতে আসেন বাংলার অনেক নামী চিত্রকর এবং সাহিত্যের কিম্বদন্তী কবি ও গদ্য লেখকরা।







 কৌরব- ১০(অক্টোবর ১৯৭৪)এর কভার ছিল এটাই ।

-স্বদেশ সেনের একটি কবিতা রাখা হয়েছিল টাইপসেটে ; সাদা পাতায় কালো কালিতে।














কৌরব-১৯, এপ্রিল ১৯৭৭

এই কভারটা ছিল হাল্কা গেরুয়া রঙের কাগজের ওপরে লাল ডটপেনে টানাহাতে লেখা। -প্রত্যেক কপিতে এইভাবে।


(এটা ছিল ১৯৭৭, এই বছরের শেষেই আমি কৌরবে যোগ দিয়ে ছিলাম) 












কৌরব- ২২, অক্টোবর ১৯৭৮

প্রচ্ছদে এই প্রথম এলেন একজন কিম্বদন্তী।


এই অসামান্য প্রচ্ছদ ও 'কৌরব'- নামাঙ্কন করেছিলেন
কমলকুমার মজুমদার।

এই নামাঙ্কন আজও রয়েছে কৌরবের প্রতিটি সংখ্যায়।












কৌরব- ২৪, মে ১৯৭৯।

এই প্রথম তিনরঙা প্রচ্ছদ, -এঁকেছেন অমিয় ভূষণ মজুমদার।

ছবির নাম 'মাতৃরূপেন সংস্থিতা'।














কৌরব- ২৫, সেপ্টেম্বর ১৯৭৯

অপার সিংভূমের আদিবাসীজীবনের এই অসাধারণ ছবিটা তুলেছিলেন শান্তি চট্টোপাধ্যায় ; একজন  প্রথম সারির আলোকচিত্র শিল্পী, যিনি দেশী বিদেশী অনেক পুরস্কার পেয়েছেন।


 










আমাদের প্রথম কবিতার ক্যাম্প, চাঁদিপুর।

কৌরব- ২৭, জুন ১৯৮০

প্রচ্ছদ :  শংকর লাহিড়ী


হইচই ফেলে দেওয়া 'কবিতার ক্যাম্প'-এর শুরু, যেখান থেকে বাংলা সাহিত্য আলোচনায় একটা নতুন ঘরানার সুত্রপাত
হয়েছিল।










কৌরব- ২৮, সেপ্টেম্বর ১৯৮০

(এই প্রথম বৃহৎ কলেবরে কৌরব)


প্রচ্ছদ :  শংকর লাহিড়ী








কৌরব- ২৯, ফেব্রুয়ারী ১৯৮১


হইচই ফেলে দেওয়া 'মোটরহোম' সংখ্যা।


প্রচ্ছদ এবং পেছনের মলাটের 'নোট্‌স্‌' :  শংকর লাহিড়ী













কৌরব- ৩১ (জুলাই ১৯৮১)


প্রচ্ছদ :  শংকর লাহিড়ী


এই সংখ্যাতে ছিল আমার লেখা গদ্য 'আহ্‌ দোজ ট্রাইসাইক্‌ল্‌স !'  তারই অলংকরণ প্রচ্ছদে। 

( লেখাটা কৌরবে পুনঃপ্রকাশিত হয়েছিল আরও দুবার, কৌরব- ৫৪ এবং ৭৫ সংখ্যায় )









কৌরব- ৩২, সেপ্টেম্বর ১৯৮১


প্রচ্ছদ :  যোগেন চৌধুরী

(বইয়ের ভেতরেও ছিল ওঁর আঁকা অনেক অলংকরণ )














কৌরব- ৩৩, জানুয়ারী ১৯৮২ (পরীক্ষা সাহিত্য-১)

স্বদেশ সেনের প্রথম কবিতা সঙ্কলন, যার নাম
'রাখা হয়েছে কমলালেবু'।


প্রচ্ছদ :  শংকর লাহিড়ী













কৌরব- ৩৪, জুলাই ১৯৮২


প্রচ্ছদ এবং পেছনের মলাটের ব্লার্ব :  শংকর লাহিড়ী
















কৌরব- ৩৫, অক্টোবর ১৯৮২

প্রচ্ছদ :  শংকর লাহিড়ী
















কৌরব- ৩৭, জুলাই ১৯৮৩


প্রচ্ছদ :  প্রকাশ কর্মকার

















কৌরব- ৩৮, সেপ্টেম্বর ১৯৮৩


প্রচ্ছদ :  রবীন মন্ডল

প্রচ্ছদলিপি : পুণ্যব্রত পত্রী 














কৌরব- ৪০, জুলাই ১৯৮৪ (পরীক্ষা সাহিত্য-২)

কমল চক্রবর্তীর তৃতীয় কবিতা সঙ্কলন, নাম 'মিথ্যে কথা' ।
 

দুই পিঠের প্রচ্ছদ :  শংকর লাহিড়ী














কৌরব- ৪১, অক্টোবর ১৯৮৪


প্রচ্ছদ :  শংকর লাহিড়ী

















কৌরব- ৪২, ফেব্রুয়ারী ১৯৮৫


প্রচ্ছদ :  শংকর লাহিড়ী 

(এখানে ছিল 'মুখার্জী কুসুম'এর প্রথম ১৩ টা কবিতা)












কৌরব- ৪৩, জুন ১৯৮৫ (কবিতা বিষয়ক গদ্য সংখ্যা)


প্রচ্ছদ :   শক্তি চট্টোপাধ্যায়


( এখান থেকেই পরপর এলো চার কিম্বদন্তীর করা প্রচ্ছদ, শক্তি-সুনীল-বিনয়-সন্দীপন )











কৌরব- ৪৪, অক্টোবর ১৯৮৫

প্রচ্ছদ :  সুনীল গঙ্গোপাধ্যায়

এটা দেখে আমার মনে পড়ে গিয়েছিল ঠিক একবছর আগে কৌরবে (অক্টোবর ১৯৮৪) আমার লেখা দুটো কবিতা ; -দুটো কবিতাতেই ‘কালো ও প্রকান্ড এক উদয়ের’ কথা ছিলো। (“আসে এক ঘ্রাণ ভেসে, দূরে যায় / ধরা যায় ইজেল ও তুলিতে, / সমস্ত ফলের দেহে ক্রমে, - / কালো ও প্রকান্ড এক উদয়ের যে ঘ্রাণ বিনাশী।”)

মনে পড়ে, ওঁর আঁকা প্রচ্ছদে ঐ বিরাট কালো গোলাকার ড্রইং দেখে তরুণ বয়সে আমি বেশ রোমাঞ্চিত হয়েছিলাম ।










কৌরব- ৪৫, জানুয়ারী ১৯৮৬


প্রচ্ছদ :  বিনয় মজুমদার
















কৌরব- ৪৬, জুন ১৯৮৬


প্রচ্ছদ :  সন্দীপন চট্টোপাধ্যায়















কৌরব- ৪৯, সেপ্টেম্বর ১৯৮৭


প্রচ্ছদ :  বারীন ঘোষাল
















কৌরব- ৫৩,  মে ১৯৮৯

এটা ছিল কৌরবের 'পাগলা সংখ্যা'।


প্রচ্ছদ :  শংকর লাহিড়ী

(এই সংখ্যায় ছিল আমার 'সিম্ফনি কবিতা'র কম্পোজিশানগুলো)











কৌরব- ৫৭, সেপ্টেম্বর ১৯৯০


প্রচ্ছদ :  কমল চক্রবর্তী


















কৌরব- ৭৪, জানুয়ারী ১৯৯৬


প্রচ্ছদ :  রাজকুমার মুখোপাধ্যায়












-------------------------------------------------------------------------------------------






কালিমাটি- ৫৪

প্রচ্ছদ :  শংকর লাহিড়ী

















কালিমাটি- ৫৬, সেপ্টেম্বর ১৯৯৫


প্রচ্ছদ :  শংকর লাহিড়ী 

No comments:

Post a Comment