Tuesday 22 October 2019

কৌরবে প্রকাশিত সরোজ দত্তের কয়েকটা চিঠি


তিনি সরোজ দত্ত। এককালের বামপন্থী কবি, সাহিত্যিক, বিপ্লবী, রাজনৈতিক বন্দী।

কৌরব পত্রিকার প্রকাশক ও সংকলক দেবজ্যোতি দত্ত ছিলেন সরোজ দত্তের ভাইপো।  ১৯৪৩ থেকে ১৯৬৩ সালের মধ্যে আত্মীয় পরিজনদের লেখা কয়েকটা দুস্প্রাপ্য চিঠি তাঁর মৃত্যুর অনেক পরে প্রকাশিত হয়েছিল কৌরব পত্রিকার ৪৫ সংখ্যায়, যার প্রচ্ছদ এঁকেছিলেন কবি বিনয় মজুমদার।

সেইসব চিঠি এতকাল পরে আজকের পাঠকের জন্য, এইখানে।

















---------------------- ০ ----------------------









Friday 4 October 2019

সন্তোষ কুমার ঘোষের সাথে চাইবাসায়

সেটা ছিল ১৯৭৮ সাল। তারপর চল্লিশটা বছর পার হয়ে গেছে।  প্রয়াত সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষের সাথে চাইবাসায় সেদিনের আড্ডায় ছিলেন হাংরিয়ালিস্ট কবি সমীর রায়চৌধুরী ও কৌরবের কবি কমল চক্রবর্তী। সঙ্গে দুজন স্থানীয় তরুণ। -এর অনুলিপি পরে প্রকাশিত হয়েছিল কৌরব পত্রিকার ৪৫ সংখ্যায়।  যেকোনও সাহিত্যপত্রিকার কাছে ঈর্ষণীয় এমন একটি আলাপচারিতা, যা আজও মূল্যবান। 

                                                           -------------------------















--------------------------