Saturday, 19 May 2012
Saturday, 5 May 2012
কৌরবের ‘উড়ান’ ও ‘পোয়েট্রি রিভিউ’ (১৯৯১)
কেমন চেহারা হয় বিদেশের প্রতিষ্ঠিত লিটিল ম্যাগাজিনগুলোর ? –লন্ডন থেকে প্রায় একশো বছর ধরে প্রকাশিত ‘পোয়েট্রি রিভিউ’ নামক বিখ্যাত পত্রিকাটির একটা সংখ্যা নিয়ে একবার আলোচনা করেছিলাম । কৌরবে তখন আমরা সমসাময়িক বাংলা কবিতা চর্চার ভৌগলিক সীমানা পেরিয়ে বিদেশের পত্রিকাগুলোতে চোখ রেখেছি। ‘উড়ান-১’ নামে আমার সেই লেখাটা প্রকাশিত হয়েছিলো কুড়ি বছর আগে, (কৌরব-৬০) অক্টোবর ১৯৯১-তে। বিলেতে আশির দশক আর নব্বই দশকের কবিদের হাড্ডাহাড্ডি দিকগুলোর মজার নমুনা ছিলো সেই লেখায়। -শংকর লাহিড়ী ।
Subscribe to:
Posts (Atom)