Tuesday, 11 December 2012

কবিতার এরিনা

'কবিতার এরিনা' নামে আমার এই দীর্ঘ প্রবন্ধটার প্রথমার্ধ সাতটা কিস্তিতে ধারাবাহিকভাবে বেরিয়েছিল কৌরব পত্রিকায় প্রায় পনেরো বছর আগে, ১৯৯৭ - ২০০১ সালে। শুধু কবিতা নয়, শিল্পের সমস্ত ধারায় আমাদের উদ্ভাবনী শক্তির স্বরূপ ও বিকাশ নিয়ে কিছুটা গবেষণামূলক এই লেখা। সৃষ্টিরহস্য, মনোবিজ্ঞান, জৈব রসায়ন, সংখ্যাতত্ত্ব, স্পিরিচুয়ালিজম, টোটেম, তর্কশাস্ত্র, ছবি, কবিতা, গান, - সব কিছুকে ছুঁয়ে ছুঁয়ে ক্রমশঃ গভীরে নেমে যাওয়া এক ব্যক্তিগত অন্বেষণ।

কোনও প্রকাশক এগিয়ে এলে, এর পরবর্তী অধ্যায়গুলো এবং অপ্রকাশিত অংশ নিয়ে সমগ্র লেখাটা বই হয়ে বেরোতে পারে আগামী বছরের শেষে। - এখানে লেখাটার তৃতীয় অংশ রাখা হল আজকের পাঠকদের জন্যে, যারা আগে এটা পড়তে পারেননি ।