সেকালের কৌরবে দুটো নিয়মিত গদ্য ছিলো খুবই পপুলার ; একটা তার সম্পাদকীয়, যা ছাপা হোত 'শিরোনামায় পাঠক' কলমে। আর অন্যটার নাম ছিল 'শহর সংস্করণ', যার বিষয় ছিল জামশেদপুরের সাথে কৌরবে আমাদের সম্পর্কের সাতকাহন।
আজকের তরুণ পাঠকদের জন্যে কৌরব- ৪৪, অক্টোবর ১৯৮৫ সংখ্যা থেকে 'শহর সংস্করণ' লেখাটার কিছু অংশ ( লেখক : কমল চক্রবর্তী ) এখানে উদ্ধৃত হল। - শংকর লাহিড়ী ।