তিনি সরোজ দত্ত। এককালের বামপন্থী কবি, সাহিত্যিক, বিপ্লবী, রাজনৈতিক বন্দী।
কৌরব পত্রিকার প্রকাশক ও সংকলক দেবজ্যোতি দত্ত ছিলেন সরোজ দত্তের ভাইপো। ১৯৪৩ থেকে ১৯৬৩ সালের মধ্যে আত্মীয় পরিজনদের লেখা কয়েকটা দুস্প্রাপ্য চিঠি তাঁর মৃত্যুর অনেক পরে প্রকাশিত হয়েছিল কৌরব পত্রিকার ৪৫ সংখ্যায়, যার প্রচ্ছদ এঁকেছিলেন কবি বিনয় মজুমদার।
সেইসব চিঠি এতকাল পরে আজকের পাঠকের জন্য, এইখানে।
---------------------- ০ ----------------------