পূরবী মুখোপাধ্যায় ( ১৯৩৩ - ১৯৭৮)
জুলাই মাস এলেই তাঁর কথা বিশেষ করে মনে পড়ে। তিনি পূরবী মুখোপাধ্যায়, -কৌরব যাঁকে আশ্রয় ক'রে সাহিত্যচর্চা শুরু করেছিলো ; - তিনি ছিলেন কমল চক্রবর্তীর ' মিউজ, মেন্টার, যাদুদন্ড '।
১৯৩৩ সালের ৩০শে ডিসেম্বর সকালে উত্তর কোলকাতার বসু পরিবারে জন্ম। পড়াশোনা ডাফ্ স্কুল, আর স্কটিশ চার্চ কলেজে। কলেজ জীবনে কোলকাতার শ্রেষ্ঠ মহিলা বক্তার সম্মান লাভ করেছিলেন। পিতামহ প্রমথনাথ বসু, - প্রথম বাঙালী পোস্ট মাস্টার জেনারেল। মা তরুরাণী ছিলেন শোভাবাজারের দেব পরিবারের কন্যা। বাবা প্রতুল চন্দ্র বসু।
জামশেদপুরে ১৯৭৭ সালে যখন আমি কৌরবে যোগ দিই, কমলদার সাথে একদিন সন্ধ্যেবেলা পূরবীদির বাড়িতে গিয়ে আলাপ ক'রে এসেছিলাম। প্রথম দিনই আমাকে খুব আপন করে নিয়েছিলেন। তার পর থেকে অনেকবার কমলদার সাথে একান্তে ওঁর বাড়িতে, আড্ডায়। তখন ওঁর শরীরে ক্যান্সারের ছায়া ক্রমে গাঢ় হয়ে উঠেছে। সেই অসুস্থ শরীরেও আমরা চান্ডিলে সুবর্ণরেখা নদীর ধারে শীতসকালে ওঁকে নিয়ে পিকনিকে গিয়েছি, কবিতা পাঠের আসর বসিয়েছি বেঙ্গল ক্লাবে। মৃত্যুর কয়েক মাস আগে ভুবনমেলার আয়োজন করেছি।
কৌরবে আমার সদ্যলেখা প্রথম কবিতা ওঁর বাড়িতেই প্রথম পড়েছিলাম এক সন্ধ্যায়। সেই কবিতাটা শুনে আমাকে অবাক ক'রে কমলদাকে বলেছিলেন, ' কবি কমল, তোমার আসন এবার ট'লে যাবে মনে হয় '। খুব স্নেহ করতেন আমায়, -কৌরবে ওঁরা দুজনে আমার নাম দিয়েছিলেন 'কবিতার রাজপুত্র '। সেই নাম পরে কৌরবে সকলের মুখে ছড়িয়ে পড়ে।
তবে সেই '৭৭-'৭৮ সালে, কমলদা খুবই পজেসিভ ছিলো পূরবীদি সম্পর্কে (দুজনেরই জন্মদিন ৩০শে ডিসেম্বর) ; আমাকে তখন বলতো, তুমি যদি একদিন বড় কবি হতে না পারো তার একটা কারণ হবে এই যে তোমার জীবনে একজন পূরবীদি ছিলো না, ওঃ।
পূরবীদির সাথে আলাপ হওয়ার মাত্র এক বছরের মধ্যেই ওঁর মৃত্যু হয়, সেদিনটা ছিলো ১৯৭৮ সালের ১৯শে জুলাই, - সেই স্মৃতি এখনও গাঢ় হয়ে আছে। আমার ঐ প্রথম কবিতাটা ছাপা হয়েছিলো তাঁর মৃত্যুর মাত্র কয়েকদিন আগে, কৌরব-২১ সংখ্যায় ( জুলাই ১৯৭৮)। ওঁর চিতার আগুনে এই ২১ সংখ্যাটির কপিই আমরা আহুতি দিয়েছিলাম।
এর কয়েক মাস পরে কৌরবের একটা বিশেষ সংখ্যায় ওঁকে স্মরণ করে লিখেছিলেন বাংলা সাহিত্যজগতের বন্ধু ও গুণমুগ্ধরা। তার কিছু অংশবিশেষ এখানে রাখলাম।
১। কমল চক্রবর্তীর লেখা থেকে (কৌরব-২৩) :
২। পূরবীকে নিয়ে লেখা, এলিজি :
---------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
৪। কৌরবে পূরবীর একটি লেখার কিছু অংশ :
( তবে লেখিকা হিসেবে নয়, সেইসময়ে সাহিত্যে ওঁর মতো পাঠিকা পাওয়া দুষ্কর ছিলো, এরকম একটা কথা প্রচলিত ছিলো কোলকাতার কফি হাউসে, আড্ডায়। )
------------------------------
অনেক কিছু জানলাম, তাঁর আত্মার শান্তি কামনা করি।
ReplyDeleteওঁর কিছু লেখা পড়বার ইচ্ছে রইল।
ReplyDeleteঅপরাজিতা,আপনার অনুরোধে ওঁর একটা লেখার কিছু অংশ এখানে তুলে দিলাম ।
ReplyDeleteঅনেক ধন্যবাদ। এ ধন্যবাদ অনেকখানিই তাঁর স্বপ্ন স্বার্থক করবার জন্যে... পূরবী দেবীকে স্মরণ করছি, আজ এ বিশেষ দিনে, শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে। কৌরব এবং আপনাদের জন্যে অনেক অনেক শুভ কামনা ...
ReplyDelete