তখন ১৯৮৯ সাল। কবিতাকে চেতনার দূরগামী স্তরে স্তরে অঙ্কিত করা যায় কিনা, কীরকম হতে পারে আগামী শতাব্দীর কবিতার আঙ্গিক ও বিস্তার, এইসব ভাবনায় কাটতো দিনগুলো। প্রকৃতি ও দৈনন্দিন জীবন থেকে পাওয়া নানা ধরণের শব্দ নিয়ে তখন বানিয়েছিলাম অনেকগুলো কম্পোজিশান, নাম দিয়েছিলাম 'সিম্ফনি কবিতা'। মনে হয়েছিল, বাংলা ভাষায় নিশ্চিতভাবে সেই প্রথম। রচনাগুলো প্রকাশিত হয়েছিলো কৌরব-৫৩ সংখ্যায়, যেটা ছিল ঘোষিতভাবে পাগলামির সংখ্যা।
পঁচিশ বছর আগে রচিত সেই বিস্মৃত কাজগুলো একুশ শতকের তরুণ কবি ও পাঠকদের জন্যে উঠিয়ে আনা হল এই ব্লগে।
- শংকর লাহিড়ী।
--------------------------
No comments:
Post a Comment