Tuesday, 16 August 2011

অন্তরঙ্গ ইন্টারভিউ (কবি স্বদেশ সেন)

অনেক দিন আগে (১৯৯৪) জামশেদপুরে এক শীতের সন্ধ্যেবেলা স্বদেশদাকে বাড়িতে একা পেয়ে তাঁর সাথে গল্পের ছলে  একটা ইন্টারভিউ নেওয়ার ইচ্ছে হয়েছিলো। শর্ত ছিল আমি কোনও টেপ বা নোট কোরবো না, তাহলে  আর আড্ডার মজাটা থাকে  না।  ফলতঃ সমস্ত কথা বার্তাই আমাকে হুবহু মনে রাখতে হয়েছিলো !  সেদিন বাড়ি ফিরে, 'আজ আর কিছু খাবো না' ব'লে এক সিটিং-এ  সমস্তটা লিখে  ফেলেছিলাম। লেখাটা পরে কৌরবে বেরিয়েছিল।  - কবিতার থিওরেটিকাল মতামতের চেয়ে আমি  খুঁজে  আনতে ছেয়েছিলাম কবি স্বদেশ সেনের জীবনের সেই সব অতি অন্তরঙ্গ কথা যা তিনি অন্য কোথাও  আর বলেননি ।   




No comments:

Post a Comment