কবি কমল চক্রবর্তীর কাব্যগ্রন্থ 'মিথ্যে কথা' প্রথম প্রকাশিত হয়েছিলো জুলাই ১৯৮৪ সালে; সেটা ছিল কৌরবেরই একটা সংখ্যা, - পরীক্ষা সাহিত্য-২ । সাতাশ বছর আগে সেই পেপারব্যাক বইয়ের সামনের ও পেছনের প্রচ্ছদ এবং পরিচিতি আমি লিখেছিলাম, -পাঠকের কাছে যেটা একটা প্রয়োজনীয় আবহ তৈরি করেছিলো। তখন আমাদের ডিটিপি, লেসার, ডিজিটাল, ফটোশপ, ল্যাপটপ -এসব কিছুই ছিলোনা। ছিল কাঠের টেবিল সেটস্কোয়ার স্কেল আর ছুরি কাঁচি আঠা। ( 'নতুন কবিতা প্রকাশনী' থেকে 'মিথ্যে কথা' পরে অন্য প্রচ্ছদে দ্বিতীয় বার বেরিয়েছে, জানুয়ারি ২০১১ ) । - শংকর লাহিড়ী।
সামনের প্রচ্ছদ -
সামনের প্রচ্ছদ -
পেছনের প্রচ্ছদ -
No comments:
Post a Comment