Saturday 10 March 2012

‘সফল কবিতার মানদণ্ড' - একটি সাক্ষাৎকার


সতেরো বছর আগে, ১৯৯৫ সালে জামশেদপুর রেডিও স্টেশন থেকে আমার একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল, যার বিষয় ছিল, ‘সফল কবিতার মানদণ্ড’।

এখানে দেওয়া হ'ল সেই রেকর্ডেড সাক্ষাৎকারের সম্পূর্ণ প্রতিলিপি,  যেমন জামশেদপুরের কালিমাটি পত্রিকার ৫৬ সংখ্যায় (-তার  প্রচ্ছদ এঁকেছিলাম আমি) প্রকাশিত হয়েছিলো। - সাক্ষাৎকারটি  নিয়েছিলেন ঐ রেডিও স্টেশনের বাংলা বিভাগের সাহিত্যকর্মী ও নাট্যকার বন্ধু সব্যসাচী চন্দ।    


-এর পরবর্তী দীর্ঘ সময় জুড়ে আমার লেখায় ও ভাবনায় পরিবর্তন এসেছে অনেক, সেইসব নিয়ে 'কবিতার এরিনা' ও অন্যত্র আলোচনা করেছি।

 - শংকর লাহিড়ী

No comments:

Post a Comment