Wednesday 14 March 2012

কৌরবে, ক্যাম্পের দিনগুলোতে কবি স্বদেশ সেন

কবি স্বদেশ সেনের প্রধান সঙ্গ তাঁর কবিতায়। অমরতা থেকে দূরে একসঙ্গে কিছু মাইলস্টোন আমরা হেঁটেছি। কখনও পান্থশালা, চৌমাথা, ওভারব্রিজ। কখনও বালিয়াড়ি, বাসট্যান্ড, পাইন বন। কোথা থেকে এসেছে  ওঁর কবিতা । কোনও উজ্জ্বল বাইসাইকল, না এক গোপন অন্ধকার ক্যানয় ? ভারতবর্ষীয় সমুদ্রতীর, না আধুনিক ইউরোপীয় রান্নাঘর ? খবরের কাগজ, না সাম্প্রতিক রেডিও-অ্যাক্টিভিটি ? এসবই আমাদের অজ্ঞাত। সময়ের এক প্রধান অংশ জুড়েই তিনি শ্রোতা। মাত্র কখনো নিজের ভোকাবুলারি খুলে দেখিয়েছেন।  বিভিন্ন সময়ে, ঋতুতে, সেপ্টেম্বরে তাঁর সেই একান্ত ক্রোধ, মস্করা, উচ্ছ্বাস, বেদনা ও স্বগতোক্তির কিছু অংশ এখানে উদ্ধৃত করা হল।

-তাঁর 'রাখা হয়েছে কমলালেবু' রচনার সময়কালে আমরা তিনজনে (স্বদেশদা, কমলদা ও আমি) একসাথে অনেক আড্ডায়, বাড়িতে, ক্যাম্পে, হাইওয়ে ধাবায়,  কতো অবিশ্বাস্য সময় একত্রে কাটিয়েছি । - সেইসব চাঁদিপুর, সিমলিপাল ও বেথলার ক্যাম্পে  (১৯৭৮-৮১)  স্বদেশদার অন্তরঙ্গ বক্তব্যের  এই সংকলন  পরে অন্তর্ভুক্ত হয়েছিলো  'কমলালেবু' বইয়ের শেষে।
 
-শংকর লাহিড়ী 



 ( সিংভূমে বসন্ত )
( চাঁদিপুরে প্রথম ক্যাম্প > সমুদ্রতীরে বাঁদিকে কমল, ডানদিকে স্বদেশ )
(বেথলা জঙ্গলে গাছ-বাড়ি)
   ( চাঁদিপুরে বলরামগুড়িতে, -বুড়ি বালাম নদীর সঙ্গমে) 
(চাঁদিপুরে প্রথম ক্যাম্পের সেই 'গোল ঘর' )

   ( চাঁদিপুর ক্যাম্পে, সী-বিচে সূর্য গ্রহণের আগে )


   ( জামশেদপুরে কৌরবের 'ভুবন মেলায়' )

    ( ছুটির দিনে পাহাড়ে জঙ্গলে )

 ( প্রচ্ছদঃ  শংকর লাহিড়ী )  
------------------------

No comments:

Post a Comment