* কৌরবে ক্যাম্পের দিনগুলোয় লেখা আমার এই কবিতা ছাপা হয়েছিলো কৌরব-৩৮,
সেপ্টেম্বর ১৯৮৩। কৌরবের পাতায় এটাই ছিল প্রথম কোনও দীর্ঘ কবিতা।
* কবিতাকে দীর্ঘ করা আমার পছন্দ নয়। শ্বাস-প্রশ্বাসের মতোই সংক্ষিপ্ত রাখতে চাই তাদের । -
তবে দীর্ঘশ্বাসেরও কখনো একটা প্রয়োজন ও প্রেক্ষিত থাকে।
* আমার সমস্ত কবিতাকে একত্রে একটি দীর্ঘ কবিতা বলে আমি মনে করি না।
* কবিতাকে দীর্ঘ করা আমার পছন্দ নয়। শ্বাস-প্রশ্বাসের মতোই সংক্ষিপ্ত রাখতে চাই তাদের । -
তবে দীর্ঘশ্বাসেরও কখনো একটা প্রয়োজন ও প্রেক্ষিত থাকে।
* আমার সমস্ত কবিতাকে একত্রে একটি দীর্ঘ কবিতা বলে আমি মনে করি না।
( কৌরবে কবি বারীন ঘোষালের দীর্ঘ কবিতা ‘সৎকার’ বেরিয়েছে পরে, কৌরব-৫৩, মে ১৯৮৯ , আর কবি কমল চক্রবর্তীর ‘স্বপ্ন’ আরও পরে, কৌরব-৬৭, অক্টোবর ১৯৯৩ )
Matha kharap kore dewa ei kobitar srosta ke ami khujchi ei kotha bolbo bole- ki kore amon kobita lekha hote pare, ki kore???
ReplyDelete