Thursday, 22 November 2018

ম্যাজেলান মেঘ :

https://youtu.be/q7rTl136kIQ
আমার কবিতার মগ্ন পাঠকদের মধ্যে অনেকেই লক্ষ্য করেছেন যে আমি প্রায়ই নক্ষত্রচেতনার কথা জানাতে চেয়েছি কবিতায়; উল্লেখ করেছি ছায়াপথ, ধূমকেতু, অরিয়ন, অ্যান্ড্রোমিডা ও ম্যাজেলান মেঘের মতো নীহারিকা ও নক্ষত্রপুঞ্জের কথা। ("ডাকছে নক্ষত্রকে নক্ষত্রের ফুল / ম্যাজেলান মেঘ থেকে তীব্র সুরে, সুস্পষ্ট প্রস্তাবে")।
এই ম্যাজেলান মেঘ আমার খুব প্রিয়। আমাদের ছায়াপথের বাইরে সেও এক বিশাল নক্ষত্রপুঞ্জ যাকে মহাকাশে দূর থেকে মেঘের মতো দেখায়। তার দুটো অবস্থান আছে-- লার্জ ম্যাজেলানিক ক্লাউড (LMC) ও স্মল (SMC)-- আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিকে দূর থেকে তারা প্রদক্ষিণ করে চলেছে। এর ভেতরেই আছে নতুন নক্ষত্রের জন্ম দেবার জন্য গোলাপী রঙের বিখ্যাত এক আঁতুড়ঘর, যার নাম টরান্টুলা নেবুলা। তাকে স্বচক্ষে দেখতে হলে ওপরের লিঙ্কে যেতে হবে।

No comments:

Post a Comment